HighlightNewsদেশ

ঘুষ নিয়ে নিয়োগ সেনায়! লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ৭ শীর্ষ আধিকারিক সহ ২৩ জনের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: ঘুষ নিয়ে নিয়োগ সেনায়। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো দুর্নীতি প্রকাশ্যে। ৭ জন শীর্ষ আধিকারিক সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়ে সেনায় নিয়োগ করিয়েছেন তাঁরা। সিবিআই সূত্রে জানানো হয়েছে এই সাতজন শীর্ষ আধিকারিকদের মধ্যে রয়েছেন কর্নেল পর্যায় পাঁচজন, একজন মেজর এবং একজন লেফটেন্যান্ট।এই মামলার সূত্রে ইতিমধ্যে ১৩ টি শহরের মোট ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। জানা গেছে, দিল্লি, লখনউ, জয়পুর, গুয়াহাটি, কাপুরথালা, ভাতিন্ডা, কৈথল, পালওয়াল, বরেলি, গোরক্ষপুর, বিশাখাপত্তনম, যোরহাট এবং চিরঙ্গনে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে সিবিআই।

ওই সমস্ত নথি উদ্ধারের পরে শীর্ষ আধিকারিক সহ ২৩ জনের নাম উঠে আসে। এদের মধ্যে ১৭ জন সেনা আধিকারিক এবং বাকি ৬ অভিযুক্ত সেনার অন্তর্ভুক্ত নয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য এই ২৩ জনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আধিকারিকরা পরীক্ষার্থীদের কাছ থেকে কখনো চেকে কখনো অনলাইনে বা কখনো নগদে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন।

সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে, যে আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল সুরেন্দ্র সিংহ (৩১ এসএসবি সেন্টার নর্থ), লেফটেন্যান্ট কর্নেল ওয়াইএস চৌহান (৬ মাউন্টেন ডিভিশন অর্ডন্যান্স ইউনিট), লেফটেন্যান্ট কর্নেল সুখদেব অরোরা (ডিরেক্টরেট জেনারেল অব রিক্রুটিং), লেফটেন্যান্ট কর্নেল বিনয় (জিটিও, সিলেকশন সেন্টার সাউথ, বেঙ্গালুরু) এবং মেজর ভবেশ কুমার।

Related Articles

Back to top button
error: