টিডিএন বাংলা ডেস্ক: মোদীকে ভালো বন্ধু উল্লেখ করে লাদাখ নিয়ে ফের একবার মধ্যস্ততার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায়
ভারত-চিন সংঘাতের পরিস্থিতিকে অত্যন্ত কদর্য বলে মনে করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই ফের একবার ভারতীয় বংশোদ্ভূতদের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জি জানান ট্রাম্প।