কোভিড তো অজুহাত, মোদী সরকারের আসল লক্ষ্য স্থায়ী সরকারি কর্মচারীদের হটানো: রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: ফের মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর দাবি, দেশজুড়ে চলতে থাকা কোভিড পরিস্থিতি তো শুধুমাত্র অজুহাত, মোদী সরকারের আসল লক্ষ্য সরকারি অফিসগুলি থেকে স্থায়ী পদে কর্মরত কর্মচারীদের হটানো।

এ প্রসঙ্গে শনিবার সকালে একটি হিন্দি পত্রিকায় প্রকাশিত খবর উল্লেখ করে রাহুল গান্ধী টুইট করেছেন,”মোদি সরকারের চিন্তাভাবনা- মিনিমাম গভরমেন্ট ম্যাক্সিমাম প্রাইভেটাইজেশন”। এরপর রাহুল গান্ধী আরও লিখেছেন,”কোভিড তো শুধুমাত্র একটা অজুহাত, সরকারি দফতর গুলোকে স্থায়ী স্টাফ মুক্ত করতে হবে, যুবকদের ভবিষ্যৎ চুরি করতে হবে,’মিত্র’দের আগে এগিয়ে দিতে হবে।”

https://twitter.com/RahulGandhi/status/1302114886718160896?s=20

রাহুল গান্ধী যে প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই টুইট করেছেন সেই প্রতিবেদনটিতে লেখা হয়েছে যে নতুন পদে আর নিযুক্তি করা হচ্ছে না। খালি পদগুলোতে নতুন করে নিযুক্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।এর কারণ হিসেবে ওই প্রতিবেদনে বলা হয়েছে করোনা মহামারীর প্রভাবে ভারতীয় অর্থনীতিতে যে দুষ্প্রভাব পড়েছে তার ফলে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।