Highlightবিনোদন

“মনে রাখবেন আমি আপনাদের পাশে আছি”, করোনা আক্রান্ত হয়েও জানালেন সোনু সুদ

টিডিএন বাংলা ডেস্ক: ফের বলিউডে করোনার থাবা। করোনা মহামারি পর্বে তাঁর অবদানের জন্য দেশে রবিনহুড বলেই পরিচিত সোনু সুদ। এবার সেই সোনু সুদই করোনায় আক্রান্ত হলেন ।

আজ, শনিবার অভিনেতা নিজেই টুইটারে টুইট করে জানিয়েছেন। বাড়িতেই নিভৃতবাসে (আইসনলেশন) রয়েছেন তিনি। প্রসঙ্গত, এ মাসের শুরুতেই করোনার টিকা নিয়েছিলেন তিনি।

তিনি লিখেছেন, ‘আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ইতিমধ্যেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি ও নিজের শরীরের যত্ন নিচ্ছি। চিন্তা করবেন না, আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি আরও সময় পেয়ে গেলাম। মনে রাখবেন আমি সব সময় আপনাদের পাশে আছি।’

অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। “সুস্থ্য হয়ে উঠুন মহাশয়”, টুইটারে ট্রেন্ড অনুগামীদের টুইটে।

https://twitter.com/search?q=%22Get%20Well%20Soon%20Sir%22&vertical=trends&s=09

উল্লেখ্য, গত বছরে লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। যার দরুন তাকে রবিনহুড বলে এখন পরিচিত গোটা দেশে। পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন তিনি। পাশাপাশি মানুষের কর্মসংস্থান ও আর্থিক সাহায্য করেছেন তিনি।

Related Articles

Back to top button
error: