রাজ্য

শীতলকুচির পর দেগঙ্গা! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক : চতুর্থ দফায় শীতলকুচির ঘটনার পর আজ পঞ্চম দফায় এবার দেগঙ্গার কুড়লগাছায় ফের গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

দেগঙ্গা বিধানসভার চাকলা পঞ্চায়েতের কুড়লগাছা গ্রামে ২১৪ ও ২১৫ নং বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। ঘটনার ভিডিও ফুটজ চেয়ে পাঠিয়েছে কমিশন। মিডিয়ামনিটরিং-এর মাধ্যমে জানতে পারার পরেই রিপোর্ট তলব।

যদিও দেগঙ্গার কুড়লগাছাতে গুলি চালানো হয়নি বলে পালটা দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। ওই এলাকা শান্ত রয়েছে। কোনও গুলি চালানো হয়নি। সেই সাথে গুজব ছড়ানো হচ্ছে বলে পালটা দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। গুলি চালানোর যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে জওয়ানদের তরফে।

অন্যদিকে আইএসএফের দাবি, কুড়লগাছায় তাঁদের কর্মীরা জমায়েত করলেও, বুথ থেকে অনেক দূরে ছিলেন তাঁরা। জমায়েত হঠাতেই কেন্দ্রীয় বাহিনীর সেখানে শূন্যে গুলি চালানোর পরিবর্তে জনতার দিকে তাক করে গুলি চালিয়েছে বলে অভিযোগ।

Related Articles

Back to top button
error: