রাজ্য

রেজাল্ট,মাইগ্রেশন সেই সাথে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে কলকাতা ভার্সিটিতে অবস্থান-বিক্ষোভ

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস থেকে আগত কয়েক শত স্টুডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক‍্যাম্পাসের সামনে বিভিন্ন দাবিতে অবস্থান-বিক্ষোভ করে। কয়েক মাস আগে কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের নিয়ে সংগঠিত ‘ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি’ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভ রতরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় উপাচার্য কলেজে উপস্থিত ছিলেন না। ছাত্র-ছাত্রীদের দাবি পুলিশ তাদের অবস্থান বিক্ষোভ তুলে দিতে তাদের সঙ্গে অপব্যবহার করে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে ছাত্র-ছাত্রীদের উপর চাপ প্রোয়োগ করতে নিষেধ করেছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ শুনতে ক্যালকাটা ইউনিভার্সিটির ইউসিএসি ঘটনাস্থলে উপস্থিত হন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ বেশ কিছুদিন ধরে বহু ছাত্র-ছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ আছে, অনেকেই পায়নি রেজিস্ট্রেশন, এছাড়া একই দিনে দুইটি পরীক্ষা নেওয়ার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ বহু দিন থেকেই মিলছে না মাইগ্রেশন সার্টিফিকেট। সুন্দরবন, কোচবিহার প্রভৃতি জেলার দূর দূরান্ত থেকে আগত স্টুডেন্টদের একাধিক বার ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অতিমারির মধ্যে বারবার ক‍্যাম্পাসে আসাও সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি মাইগ্রেশন সার্টিফিকেট দেয়া হচ্ছে। তবে তা নির্দিষ্ট দিনে, প্রতিদিন নয়। আজ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল না কিন্তু আজ তারা উপস্থিত হয়েছে। ফলাফল অসম্পূর্ণ হওয়ার ব্যাপারে রেজিস্টার দেবাশীষ বলেন, ক্যাম্পাস গুলি নিজেরাই স্টুডেন্টদের অনলাইন এক্সাম, খাতা দেখার কাজ করছে, তারাই নম্বর পাঠাচ্ছে। এক্ষেত্রে ক্যাম্পাস গুলির অসম্পূর্ণ কাজের জন্য ফল প্রকাশের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। একই দিনে দুইটি পরীক্ষা নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের দাবি, ‘দিন পরিবর্তন করা হলে সমস্যা তৈরি হবে। তবে আমরা এ বিষয়ে আলোচনা করে দেখব।” আশ্বাস বানি শোনালেন সহ উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পর ফিরে যায় বিক্ষোভকারীরা।

Related Articles

Back to top button
error: