HighlightNewsরাজ্য

বাংলা ক্রিকেটকে বিদায় জানানো ঋদ্ধিমান এবার থেকে খেলবেন ত্রিপুরার হয়ে

টিডিএন বাংলা ডেস্ক: কয়েক দিন আগেই বাংলা ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন অভিমানি ঋদ্ধিমান সাহা। আজ ত্রিপুরার সঙ্গে চুক্তিপত্রে সই করলেন তিনি। অর্থাৎ এবার থেকে বাংলার জার্সি গায়ে নয় বরং ত্রিপুরার হয়েই খেলতা নামবেন ঋদ্ধি। একাধিক ক্রিকেট অ্যাসোসিয়েশন শিলিগুড়ির এই ক্রিকেটারকে নিতে চাইলেও শেষ পর্যন্ত তিনি ত্রিপুরার সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন।

উল্লেখ্যে, ঋদ্ধিমান সাহা সিএবি-র পরিচলন সমিতির কয়েক জন কর্মকর্তার ব্যবহারে অপমানিত হয়ে ছিলেন বলে খবর। তারপরই তিনি বাংলার দল ছেড়ে অন্য কোনো দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বাংলা ছাড়ার সময় কোন দলের হয়ে খেলবেন তা না জানালেও আজ ত্রিপুরার সঙ্গে চুক্তিপত্রে সই করে নিলেন।

Related Articles

Back to top button
error: