রাজ্য

অন্তর্বর্তী জামিন পেলেন রোদ্দুর রায়

টিডিএন বাংলা ডেস্ক : তী জামিন পেলেন রোদ্দুর রায়। রবিবার আলিপুর আদালতে তোলা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে। পাটুলি থানা এবং লেক থানার মামলায় এদিন অন্তর্বর্তী জামিন পেলেন রোদ্দুর রায়। দুটি মামলাতেই এক হাজার টাকা করে বন্ডের বিনিময়ে জামিন পেলেও এখনও পুলিশি হেফাজতেই রয়েছেন রোদ্দুর। আগামীকাল বটতলা থানার মামলায় ব্যাংকশাল আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ইউটিউব লাইভে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। অশ্রাব্য শব্দ প্রয়োগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও। যার জেরে গত ৩ জুন গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়। ব্যাঙ্কশাল আদালতে সেইসমস্ত মামলার শুনানি চলছে।
অন্যদিকে, ২০২০-এর মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। যেখানে দেশ, দেশের সংবিধান, সেনা এবং পুলিশকে অকথ্য গালিগালাজ করেন রোদ্দুর রায়। দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। সেই ভিডিওটি ভাইরালও হয়। এই ভিডিওর প্রেক্ষিতে বটতলা থানায় অভিযোগ দায়ের হয়। ওই মামলায় রোদ্দুর রায়কে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দরুন দায়ের হওয়া মামলায় রোদ্দুর রায়কে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাংশাল কোর্ট।
রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে অভিযোগকারী জানান, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সেই কারণে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। সেই মতোই লালবাজার থেকে আধিকারিকদের একটি বিশেষ দল গোয়ায় পৌঁছে গ্রেপ্তার করে রোদ্দুর রায়কে।

Related Articles

Back to top button
error: