আন্তর্জাতিক

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় নতুন অ্যাপ, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল ১৭ বছরের কিশোর সাদাত রহমান

টিডিএন বাংলা ডেস্ক: সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করতে নতুন অ্যাপ বানিয়ে চমক দিয়ে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের ১৭ বছরের কিশোর সাদাত রহমান। নড়াইলের আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এই পড়ুয়ার অভিনব আবিষ্কারে রীতিমতো আলোড়ন পরে গিয়েছে বিশ্বজুড়ে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদাত রহমান জানিয়েছেন, ‘বর্তমানে আমরা যে সময়ে বাস করছি সেখানে সাইবার বুলিং একটি অন্যতম সমস্যা। এর খারাপ দিকটি নিয়ে অনেকেই অবগত নন। কিন্তু আমাদের সাইবার অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকেই সাইবার টিনস নামে একটি অ্যাপ তৈরি করেছি। যাতে এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় তারা সুরক্ষিত থাকতে পারে।’ সাদাতের অভিনব উদ্যোগের ফলেই এবছর শিশু শান্তি পুরস্কার তুলে দিচ্ছে ‘কিডস-রাইটস’ নামে একটি সংগঠন।

Related Articles

Back to top button
error: