টিডিএন বাংলা ডেস্ক: বাংলাকে গুজরাট বানাবো। বারাসাতে চায়ে পে চর্চা’য় এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অন্য কোথাও যাতে রাজ্যের বাসিন্দাদের চাকরির জন্য যেতে না হয়, তার জন্য বাংলাকে গুজরাত তৈরি করবে বিজেপি। টাটারা ফিরে গেছেন, আর অন্য কাউকে ফিরতে দেওয়া হবে না। রাজ্য সরকারকে আক্রমন করে তিনি বলেন, ” দিদিমণি প্রায়ই বলেন বিজেপি রাজ্যকে গুজরাত বানাতে চায়। আমি বলছি, হ্যাঁ আমরা বাংলাকে গুজরাতই করতে চাই । একশোবার আমরা বাংলাকে গুজরাত তৈরি করব। রাজ্যে কী উন্নয়ন হচ্ছে ? আগে বাংলা থেকে আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হত । এখন ক’জন হচ্ছে? বাইরে থেকে তাঁদের আনতে হচ্ছে। বাংলা থেকে এখন পরিযায়ী শ্রমিক তৈরি হয়। তাঁরা গুজরাতে কাজ করতে যান।