HighlightNewsদেশ

৩৬০ দিন পর ৪২ দিনের জামিন পেলেন সত্যেন্দ্র জৈন: চিকিৎসা করুন এবং তার নথি দেখান, অনুমতি ছাড়া দিল্লি ছাড়বেন না, নির্দেশ সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তারের ৩৬০দিন পর শুক্রবার সুপ্রিম কোর্ট ৪২দিন অর্থাৎ ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছে। ১১ জুলাই পর্যন্ত তিনি আদালত থেকে অন্তর্বর্তীকালীন অব্যাহতি পেয়েছেন। আগামী ১০ জুন তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। শুনানির সময় আদালত জানিয়েছে, জৈনের স্বাস্থ্য দেখে তাঁকে ছেড়ে দেওয়া উচিত। এই সময়ে তিনি দিল্লির বাইরে যাবেন না।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা সত্যেন্দ্র জৈনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দিই। জৈন কোনো সাক্ষীকে প্রভাবিত করবে না। আদালতের অনুমতি ছাড়া তিনি দিল্লির বাইরে যাবেন না। জামিনের সময় যে চিকিৎসাই করা হোক না কেন, তার নথি আদালতে পেশ করতে হবে।
সত্যেন্দ্র জৈনের পক্ষে এদিন অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি এবং ইডি-র পক্ষে এএসজি রাজু সুপ্রিম কোর্টে যুক্তি উপস্থাপন করেন। গত বছরের ৩১ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি।

Related Articles

Back to top button
error: