HighlightNewsদেশ

মোদী সরকারের ৯ বছর নিয়ে কংগ্রেসের ৯টি প্রশ্ন: মুদ্রাস্ফীতি, আদানি ও চীন সম্পর্কিত বিষয় সামিল; প্রধানমন্ত্রী নিরবতা ভাঙুন, বললেন জয়রাম রমেশ

টিডিএন বাংলা ডেস্ক: মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় ৯টি প্রশ্ন করেছে কংগ্রেস। এই ৯ বছরের শাসনকাল নিয়ে কংগ্রেসের ‘৯ বছর, ৯ প্রশ্ন’ নামে একটি দকুমনট জারি করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় এই ৯টি প্রশ্ন বহুবার তুলেছিলেন। কিন্তু, আজ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। এবার সময় এসেছে প্রধানমন্ত্রীর এই সব বিষয়ে নীরবতা ভাঙার।

কংগ্রেস ৯টি প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে—
১) অর্থনীতি- ভারতে কেন মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব আকাশচুম্বী? কেন ধনী আরও ধনী আর গরীব আরও গরীব হয়েছে? অর্থনৈতিক বৈষম্য বাড়ার পরও কেন প্রধানমন্ত্রী মোদির বন্ধুদের কাছে সরকারি সম্পত্তি বিক্রি করা হচ্ছে?

২) কৃষি ও কৃষক- তিনটি কালো কৃষি আইন বাতিল করার সময় কেন কৃষকদের সাথে করা চুক্তিগুলিকে সম্মান করা হয়নি? কেন এমএসপি-এর আইনি গ্যারান্টি দেওয়া হল না? গত ৯ বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়নি কেন?

৩) দুর্নীতি এবং স্বজনপ্রীতি- কেন আপনি আপনার বন্ধু আদানিকে উপকৃত করার জন্য এলআইসি এবং এসবিআই-তে নিবেশ করা সাধারণ মানুষের উপার্জনকে বিপদে ফেলছেন? চোরদের পালাতে দিচ্ছেন কেন? বিজেপি শাসিত রাজ্যে বড় আকারের দুর্নীতির বিষয়ে আপনি কেন নীরব?

৪) চীন এবং জাতীয় নিরাপত্তা- কেন প্রধানমন্ত্রী, যিনি চীনকে রক্ত চক্ষু দেখানোর কথা বলেছিলেন, তিনি ২০২০ সালে চীনকে ক্লিন চিট দিয়েছিলেন, যখন ওই দেশ এখনও আমাদের জমি দখল করে রয়েছে? চীনের সঙ্গে ১৮টি বৈঠক হয়েছে, তারপরও কেন তারা ভারতীয় ভূখণ্ড ছাড়তে রাজি নয়?

৫) সামাজিক সম্প্রীতি- কেন এমন হচ্ছে যে নির্বাচনী লাভের জন্য ইচ্ছাকৃতভাবে বিভাজনের রাজনীতিকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে?

৬) সামাজিক ন্যায়বিচার- কেন আপনার সরকার পরিকল্পিতভাবে সামাজিক ন্যায়বিচারের ভিত্তি ধ্বংস করছে? নারী, দলিত, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে আপনি নীরব কেন? বর্ণভিত্তিক আদমশুমারির দাবি উপেক্ষা করছেন কেন?

৭) গণতন্ত্র ও ফেডারেলিজম
কেন গত ৯ বছরে আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেললেন? বিরোধী দল ও নেতাদের সঙ্গে কেন প্রতিহিংসার রাজনীতি করছেন? জনগণের নির্বাচিত সরকারকে পতনের জন্য কেন প্রকাশ্যে অর্থের ক্ষমতা ব্যবহার করছেন?

৮) জনকল্যাণমূলক স্কিম
বাজেট কমিয়ে কেন মনরেগার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দুর্বল করা হল? গরীব, আদিবাসী ও অভাবী মানুষের স্বপ্ন কেন চুরমার করা হচ্ছে?

৯) করোনা অব্যবস্থাপনা- কেন করোনার কারণে ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু সত্ত্বেও মোদী সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করল? কেন আপনি হঠাৎ করে এমন লকডাউন জারি করলেন যে লাখ লাখ শ্রমিককে বাড়ি ফিরতে বাধ্য করা হল এবং তাদের কোনো সাহায্য করা হল না কেন?

Related Articles

Back to top button
error: