টিডিএন বাংলা ডেস্ক: ডিএ-ধর্মঘটের জেরে শুক্রবার বন্ধ ছিল স্কুল। তার বদলে রবিবার স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চাইলেন তৃণমূল নেত্রী ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। প্রধান শিক্ষকের সঙ্গে চলল উত্তপ্ত বাক্য বিনিময়। শুধু তাই নয়, মুচলেকা না দেওয়া পর্যন্ত ঘেরাও করে রাখা হল প্রধান শিক্ষককে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে। ঘটনার পর প্রধান শিক্ষক জানিয়েছেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায়, শিক্ষকরা সিদ্ধান্ত নেন রবিবার ক্লাস নেবেন। এমনকি, নিজেদের টাকায় এদিন মিড ডে মিলেরও ব্যবস্থা করেন শিক্ষকরা। যদিও তৃণমূল নেত্রী ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের দাবি, এক্ষেত্রে রবিবার স্কুল খোলা রেখে সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান শিক্ষক।