HighlightNews

লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা এসডিপিআই-এর

টিডিএন বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচন ২০২৪ এর নির্ঘণ্ট এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি। আজ পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেন এসডিপিআই-এর কেন্দ্রীয় সম্পাদক ফাইসাল ইয়াজউদ্দিন।

দলটি বলছে, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি অতীতে জঙ্গীপুর, সাগরদীঘিতে অনেকবার ভোটে লড়েছেন।

কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার এবং দলটির রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস। দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দলটির মহিলা শাখার কেন্দ্রীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় সম্পাদিকা রুনা লায়লা।

অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মুহাম্মদ শাহাবুদ্দিন এবং মালদার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শাহনাওয়াজ রহমাতুল্লাহ।

Related Articles

Back to top button
error: