মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আর কয়েক দিন তার পরই শুরু হচ্ছে জীবনের অন্যতম প্রধান ও প্রথম ধাপ মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষা যাতে পরিক্ষার্থীরা ঠিকঠাক ভাবে দিতে পারেন সেই কারণে ছাত্র সংগঠন এসআইও’ এর উদ্যোগে বনগাঁ তে বিভিন্ন বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে আইসমালি ইউনাইটেড একাডেমী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের শুরুতেই বাংলা বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন শিক্ষক পার্থ সেন মহাশয়। এরপর ভূগোল এবং ইংলিশ বিষয় এর উপর বক্তব্য রাখেন আক্তার হোসেন মন্ডল এবং আশুতোষ বিশ্বাস মহাশয়। আক্তার হোসেন মণ্ডল মহাশয় ভূগোল বিষয়ে ছাত্র-ছাত্রীদের সামনে বিভিন্ন ডেমো উত্তরপত্র তুলে ধরেন।

এছাড়াও জীবন বিজ্ঞানের শিক্ষক পিয়াশ বিশ্বাস বিভিন্ন চিত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামনে তার বিষয়টি সহজ-সরল ভাবে তুলে ধরেন এবং নম্বর বাড়ানোর কৌশল বলে দেন। প্রস্তুতি শিবিরের উপস্থিত ছিলেন জেলা জনসংযোগ সম্পাদক রবিউল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্র হল সমাজ গড়ার কারিগর এই কারণেই এখন থেকে ছাত্র-ছাত্রীদের নৈতিক বোধসম্পন্ন ভাবে গড়ে ওঠা উচিত।” এই শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রত্যেককেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি টিপস দেওয়া হয়। এই প্রস্তুতি শিবির শেষ হয় ব্লক সভাপতি আলী নওয়াজ মন্ডলের সমাপ্তি ভাষণের মাধ্যমে।