HighlightNewsদেশ

সোনিয়া গান্ধী এবং মায়াবতীর জন্য ভারতরত্নের দাবি করলেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের মোদি সরকারের কাছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বিএসপি সভাপতি মায়াবতীর জন্য দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তথা, ভারতরত্নের দাবি করলেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। সোশ্যাল মিডিয়ায় নিজের এই দাবি প্রসঙ্গে জানিয়ে রাওয়াত লেখেন,”সোনিয়া গান্ধী এবং মায়াবতী দুজনেই প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি তাঁর রাজনীতির সঙ্গে একমত হতে পারেন কিংবা নাও হতে পারেন, কিন্তু এই বিষয়টিকে আপনি অস্বীকার করতে পারবেন না যে সোনিয়া গান্ধী ভারতীয় মহিলাদের মর্যাদা এবং সামাজিক সমর্পণ ও জনসেবার মানদণ্ডকে একটি নতুন উচ্চতা এবং মর্যাদা প্রদান করেছেন, আজ তাঁকে ভারতের নারীত্বের গৌরবশালী স্বরূপ মনে করা হয়। মায়াবতীজি বহু বছর ধরে পীড়িত, শোষিত মানুষের মনে এক অদ্ভুত বিশ্বাস সঞ্চার করেছেন। ভারত সরকারের উচিত এই দুই ব্যক্তিত্বকে এবছর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।”

Related Articles

Back to top button
error: