সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজ করার দাবি জানিয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল

টিডিএন বাংলা ডেস্ক: সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজ করার দাবি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে দলত্যাগী আইন প্রয়োগের জন্য লোকসভার স্পিকারকে অনুরোধও জানানো হয়। সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে এক চিঠি দিয়ে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়েছেন।