HighlightNewsদেশরাজ্য

বিশৃঙ্খলার অভিযোগে তৃণমূল সহ রাজ্যসভার ১৯ জন বিরোধী দলীয় সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার

টিডিএন বাংলা ডেস্ক: মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি বসানো সহ বিভিন্ন বিষয়ে সংসদ অধিবেশনে আলোচনার দাবিতে মঙ্গলবার উত্তাল হয় রাজ্যসভা এবং লোকসভা। বিরোধীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। যার জেরে বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভার ১৯ জন সাংসদকে শুক্রবার বাদল অধিবেশনে পর্যন্ত সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। এর আগে সোমবার লোকসভার চার কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছিলেন তিনি। সাসপেন্ড হওয়া সাংসদের মধ্যে এ রাজ্যের শসক দল তৃণমূলের সাত জন সাংসদও আছেন। এছাড়া ডিএমকের ছয় জন, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন জন, সিপিএমের দুই এবং সিপিআইয়ের এক জন সাংসদ আছেন।

এদিন অধিবেশন শুরু হতেই মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি বসানো, গ্যাসের দাম বাড়ানো, এবং গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা সহ একাধিক বিষয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের দাবি সত্ত্বেও মোদী সরকার আলোচনায় রাজি না হওয়ার কারণে ক্ষুদ্ধ হন তারা। বিক্ষোভ ও চেল্লামিল্লির কারণে বেলা ২টো পর্যন্ত দুই কক্ষেরই অধিবাশন মুলতুবি করে দেন স্পিকার। তারপরও সংসদের ভিতরে-বাইরে বিক্ষোভ চালিয়ে যান বিরোধী দলের সাংসদরা। এমনকি সংসদ চত্বরে বিক্ষোভ ধর্নায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করেই প্রতিবাদ-বিক্ষোভ করেন বিরোধীরা।

Related Articles

Back to top button
error: