HighlightNewsরাজ্য

এবার প্রাথমিক(টেট) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে ডেকে পাঠাল ইডি

টিডিএন বাংলা ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষক (টেট) নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে আগামীকাল বুধবার দুপুর ১২টা মধ্যে সল্টলেকে ইডির অফিস সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তিনি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও বর্তমানে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, পূর্বেই প্রাথমিকে (টেট) শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠে ছিল তার বিরুদ্ধে। যে কারণে আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে তাকে অপসারণ করা হয়েছিল। তার স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসাব দিতে বলে ছিল কলকাতা হাই কোর্ট। এই মামলায় ইতিপূর্বে তিনি সিবিআই-এর হাজিরার নির্দেশ এড়িয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়াও রাজ্যের আর যে ১৩টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখানে মানিকের বাড়িও ছিল বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, সেদিন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিভিন্ন নথি। পাওয়া গিয়েছিল সিডিও। তলব করেছিল । শুধু তাঁরই নয়, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মেয়ের (বিবাহ পর্যন্ত) সম্পত্তির হিসাবও হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে ইডিও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে।

Related Articles

Back to top button
error: