২০২৪ লোকসভা নির্বাচনে ইভিএম নিয়ে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন শরদ পওয়ার

ছবি সৌজন্যে শরদ পাওয়ারের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ইভিএম নিয়ে বিরোধী দলগুলির নেতাদের বৈঠক ডেকেছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান। সন্ধ্যা ৬টায় নয়াদিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।তিনি রাজ্যসভায় বিরোধী দলগুলির নেতাদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য তিনি সব রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন। বৈঠকে ইভিএম-এর পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে লোকসভা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী বছরের লোকসভা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সন্দেহ আছে এমন রাজনৈতিক দলগুলিকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি প্রধান। শরদ পওয়ার বলেছেন, ২০২৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে। আইটি পেশাদার এবং ক্রিপ্টোগ্রাফারদের বিশেষজ্ঞরাও এই সভায় অংশগ্রহণ করবেন। এনসিপি প্রধান চিঠিতে লিখেছেন, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে কোনও চিপযুক্ত মেশিন সহজেই হ্যাক করা যায়। তিনি বলেন, আমরা এটাকে অনৈতিক উপাদানের মাধ্যমে বাজেয়াপ্ত হতে দিতে পারি না। আমাদের আইটি বিশেষজ্ঞ এবং ক্রিপ্টোগ্রাফারদের মতামতও শোনা উচিত।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ইভিএম নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যমত পোষণ করা হবে। এরপরও কমিশন এ বিষয়ে সাড়া না দিলে আদালতে যাওয়া হবে। ফেব্রুয়ারিতে দলের সাধারণ সম্মেলনে পাস হওয়া রাজনৈতিক বিষয়ে প্রস্তাবে কংগ্রেস এই কথা বলেছিল।