টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত রাহুল রায় চৌধুরী গ্রামারলির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ১মে, ২০২৩ সাল থেকে কোম্পানির লাগাম গ্রহণ করবেন। উল্লেখ্য, গ্রামারলি একটি সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানি যা ইংরেজি লেখার সহায়তা পরিষেবা প্রদান করে। রাহুল বর্তমানে গ্রামারলিতে গ্লোবাল হেড অফ প্রোডাক্টের পদে আছেন।
প্রসঙ্গত, রাহুল রায় চৌধুরী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং হ্যামিল্টন কলেজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি ২০২১ সালের মার্চে গ্রামারলিতে যোগ দেন। গ্রামারলিতে যোগদানের আগে, তিনি গুগল এবং অ্যামাজনের মতো বড় কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।