HighlightNewsদেশ

বিধানসভার প্রথম পরীক্ষায় জিতলেন শিন্ডে, বিধানসভায় স্পিকার হলেন বিজেপির নার্ভেকর

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে পতনের পর বিধানসভায় প্রথম আস্থা ভোটে জয়লাভ করলেন মহারাস্ট্রের “নতুন মহারাজা” একনাথ শিন্ডে। বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নার্ভেকর। নার্ভেকর পেয়েছেন ১৬৪ টি ভোট, আর শিবসেনার রাজন সালভি পেয়েছেন ১০৭ টি ভোট। ভোটের সময় এনসিপির ৭ জন এবং কংগ্রেসের ২ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন।

বিধানসভার কার্যক্রম শুরু হওয়ার পর বিরোধীদের দাবিতে এদিন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিধায়কদের গণনা শুরু করেন। বিধানসভায় বর্তমানে ২৮৭ জন বিধায়ক রয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ছিল ম্যাজিক ফিগার ১৪৪। তবে, এডিন ভোটদান পর্বে ২৭৫ জন বিধায়ক অংশগ্রহণ করেন।

এদিন মোট ১২ জন বিধায়ক ভোটে অংশগ্রহণ করেননি। এরা হলেন, এনসিপির নবাব মালিক অনিল দেশমুখ, দত্ত ভরে, নীলেশ লঙ্কে, আন্না বনসোদে, দিলীপ মোহিতে, বাবন শিন্ডে, বিজেপির মুক্তা তিলক, লক্ষ্মণ জগতাপ, কংগ্রেসের প্রণিত শিন্ডে, রঞ্জিত কাম্বলে এবং মিম-এর মুফতি ইসমাইল শাহ।

Related Articles

Back to top button
error: