টিডিএন বাংলা ডেস্ক: “তিনি বাংলার আসল বাঘিনী।” “দ্য রিয়েল বেঙ্গল টাইগ্রেস।”পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে টুইট করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত। আসন্ন বিধানসভা ভোটে কোন প্রার্থী দিচ্ছে না শিবসেনা বরং সম্পুর্ন সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিবসেনার তরফ থেকে এমনটাই জানিয়েছেন সঞ্জয় রাউত। শিবসেনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
একটি টুইট বার্তায় সঞ্জয় রাউত লিখেছেন,”পশ্চিমবঙ্গে শিবসেনার প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা চলছে। দলের সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে দিদি বনাম বাকিরা লড়াই চলছে। মানি, মাসল ও মিডিয়াকে ‘ম’মতার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে প্রার্থী দেওয়া হবে না। বরং মমতার দিদির পাশে দাঁড়ানোই শ্রেয়। তাঁর সাফল্য কামনা করি। কারণ, আমরা বিশ্বাস করি, তিনিই বাংলার আসল বাঘিনী।”
— Sanjay Raut (@rautsanjay61) March 4, 2021