HighlightNewsরাজ্য

শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র “গৃহীত হচ্ছে না”; জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: সব জল্পনার অবসান করে আজ বিকেল চারটে নাগাদ বিধানসভায় নিজের ইস্তফা পত্র জমা দেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী।ওই সময় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় সচিবের হাতেই নিজের ইস্তফা পত্র জমা দিয়ে আসেন তিনি। একই সাথে ইস্তফা পত্র জমা দেন কংগ্রেসের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

নিজের ইস্তফাপত্র ইমেল করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর সচিবের হাতে জমা দেওয়া এই ইস্তফাপত্র “গৃহীত হচ্ছে না” বলে জানিয়ে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন,”শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। কারণ, ইস্তফাপত্র গ্রহণের এক্তিয়ার নেই সচিবের।”

এদিকে গতকালই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে শুভেন্দু অধিকারী আগামী ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে পারেন। উল্লেখ্য ১৯ নভেম্বর বাংলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই মঞ্চে অমিত শাহের সঙ্গে একই সাথে দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকেও।

Related Articles

Back to top button
error: