নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: কাজের নিরিখে বেতন বৃদ্ধি, সহায়ক কর্মীদের নিরাপত্তা প্রদান সহ পাঁচ দফা দাবি নিয়ে মালদা শহরে মিছিল করলো পশ্চিমবঙ্গ মালদা জেলা রোগী সহায়তা সমিতির কর্মীরা। বুধবার এই মিছিল গোটা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হয়। এরপর এই পাঁচ দফা দাবি নিয়ে রোগী সহকর্মীরা জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন। এই বিষয়ে সৌমিত্র ঝা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী। গোটা রাজ্য জুড়ে সেই স্বাস্থ্য সাথীর কার্ডের পরিষেবা দিয়ে থাকেন তারা। তাই জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে তারা আজ আবেদন জানালেন কাজের নিরিখে তাদের বেতন বৃদ্ধি নিরাপত্তা প্রদান সহ একাধিক দাবি দাওয়াগুলি।