কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই কিন্তু পিৎজা খেলেই খবর? কৃষকদের পাশে দাঁড়িয়ে জবাব দিলেন অভিনেতা দিলজিত

Diljit Dosanjh

টিডিএন বাংলা ডেস্ক: কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই কিন্তু পিৎজা খেলেই খবর? কৃষকদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন অভিনেতা দিলজিত দোসাঞ্জ। সম্প্রতি কৃষক আন্দোলনের মাঝেই চাষিদের পিৎজা খাওয়ার ছবি ভাইরাল হতেই কেউ কেউ সমালোচনা শুরু করেন। আর তারই জবাবে ট্যুইটারে অভিনেতা দিলজিত লেখেন ‘চাষীরা যখন বিষ পান করছে, তখন তো সেটা নিয়ে কারুর মাথাব্যাথা নেই দেখি, কিন্তু তাঁরা পিৎজা খাচ্ছেন দেখে সেটা নিয়ে সংবাদ শিরোনাম তৈরি করছে। খুব ভালো এটা তোমাদের মনে খুব দুঃখ দিচ্ছে তাই না?’