সিধু-অমরিন্দরের জোর টক্কর, বুধবার সোনিয়ার দরবারে বিদ্রোহীরা

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবে ফের বিপাকে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর সঙ্গে দলের পাঞ্জাব শাখার মহাসচিব সহ পাঁচ মন্ত্রী আলোচনা করেন।বুধবার দিল্লিতে দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদে অমরিন্দরের অব্যাহতির দাবি জানাতে পারেন তারা। তাঁদের সঙ্গেই রয়েছে আরও ২৪ জন বিধায়ক। যা চিন্তা বাড়াচ্ছে ক্যাপ্টেনের।

ক্যাপ্টেনের রক্তচাপ বাড়াচ্ছেন নভজ্যোত সিং সিধু। কিছুদিন আগেই এই অশান্তি চরমে ওঠে। যদিও সোনিয়ার হস্তক্ষেপে ওই পর্যায়ে তা সামাল দেওয়া যায়। সিধুকে করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু সিধু সেই আগুন গোটা পাঞ্জাব কংগ্রেসের অন্দরে ছড়িয়ে দিয়েছে যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন অমরিন্দর। এমনিতেই বিগত পাঁচ বছরে রাজ্যে ভালো কাজ না করার জন্য ক্যাপ্টেনের পুনরায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ক্ষোভ ছিল কংগ্রেসের অন্দরে। এবার সেই ক্ষোভ বাইরে বেড়িয়ে এসেছে।

বিরোধীরা তো আছেই। এই পরিস্থিতিতে দলের তরফেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ করেননি বলে যেভাবে রাস্তায় প্রচার হচ্ছে, তাতে চাপে পড়বে কংগ্রেস শিবির। কারণ বছর ঘুরলেই পাঞ্জাবে ভোট। নিজেদের মধ্যে লড়াই করলে ভোটের ময়দানে ডাহা ফেল হতে পারে হাত শিবির। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয় হাইকমান্ত এখন সেটাই দেখার।