HighlightNewsদেশ

এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণ মামলায় খালাস পাওয়া শিখ নেতা রিপুদমন সিং মালিককে গুলি করে হত্যা

টিডিএন বাংলা ডেস্ক: এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণ মামলায় খালাস পাওয়া ব্যবসায়ী ও শিখ নেতা রিপুদমন সিং মালিককে বৃহস্পতিবার গভীর রাতে ভ্যাঙ্কুভারে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রিপুদমন সিং অফিস থেকে বাড়ি ফেরার পথে খুন হন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে, রিপুদমন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন এবং শিখ সম্প্রদায়ের জন্য নেওয়া পদক্ষেপের জন্য মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সম্পর্কে একটি চিঠি পাঠিয়ে তিনি লেখেন,”আপনার সরকার শিখ সম্প্রদায়ের জন্য এমন অনেক পদক্ষেপ নিয়েছে, যার কোনও উদাহরণ দেওয়া যায় না। আপনার এমন অভূতপূর্ব এবং ইতিবাচক পদক্ষেপের জন্য আমি আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই।”

জানা গিয়েছে, সম্প্রতি শিখ নেতা রিপুদমন সিং মালিক কানাডায় বসবাসী ভারতীয় বংশোদ্ভূত শিখ এবং পাঞ্জাবিদের বিচ্ছিন্নতাবাদী নেতাদের থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। তবে, এর আগে রিপুদমন সিং নিজেও ছিলেন খালিস্তানের প্রবল সমর্থক। তবে, সময়ের সাথে সাথে তার আদর্শ খালিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সম্ভবত এটিই তাঁর মৃত্যুর কারণ।

উল্লেখ্য, ১৯৮৫ সালের এয়ার ইন্ডিয়া বোমা হামলায় তাঁর নাম উঠে আসে। এরপর ভারত সরকার তাঁকে ব্ল্যাক লিস্টেড করে। তবে, প্রমাণের অভাবে ২০০৫ সালে তিনি ওই মামলায় খালাস পান। জানা যায়, এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্রু সহ বিমানে থাকা ৩৩১ জন যাত্রীর সবাই নিহত হন। এই বিমানটি কানাডা থেকে দিল্লির উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল।

Related Articles

Back to top button
error: