Newsদেশ

সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনাবাহিনীর ট্রাক, নিহত ৪ জওয়ান

 

টিডিএন বাংলা ডেস্কঃ নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাংটকে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি।
সংবাদমাধ্যমকে জানানো খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। তারা প্রত্যেকেই বাহিনীর কুমায়ুন রেজিমেন্টের জওয়ান। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর সিক্সথ মাইলের কাছে পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এবং পুলিশের উদ্ধারকারী দল। উদ্ধার তৎপরতায় যোগ দেয় স্থানীয়রাও। সেনাবাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, কুমাওন রেজিমেন্টের ছয় জওয়ান গ্যাংটক যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যায়। তিনি আরো জানান, উঁচু পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।ঘটনাস্থলেই চালক ও দুই জওয়ানের মৃত্যু হয়। শেষ পর্যন্ত কোনওক্রমে তিন জওয়ানকে উদ্ধার করে গ্যাংটকের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই জনকে নিয়ে যাওয়া হয় শিলিগুঁড়ির একটি হাসপাতালে।

Related Articles

Back to top button
error: