HighlightNewsদেশ

জিটিএ-এর সঙ্গে পাহাড়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও অন্যান্য পুরসভা নির্বাচন!

টিডিএন বাংলা ডেস্ক: গতকালই ঘোষিত হয়েছে পাহাড়ে জিটিএ নির্বাচনের দিনক্ষণ। ২৬ জুন শুরু হচ্ছে ভোট। ভোটের দিনক্ষণ ঘোষিত হতেই পাহাড়ে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি ও বিভিন্ন অঙ্কের হিসাব নিকেশের পালা। আর সেই ভোট দামামার মাঝেই শোনা যাচ্ছে এই জিটিএ নির্বাচন শেষ হলেই শুরু হতে পারে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন ও বাকি থাকা অন্যান্য পুরসভা নির্বাচন।

জানা গিয়েছে, সেই অনুযায়ী প্রশাসনিক স্তরে তত্‍পরতাও শুরু হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও ঠিক কবা নাগাদ এই নির্বাচন অনুষ্টিত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও রাজ্য সরকার পাহাড়ে খুব তারাতারি পঞ্চায়েত নির্বাচনও করাতে চায়। পাহাড়ে এই মুহূর্তে শুধু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দু’টি স্তর আছে। সংশোধনী এনে সেখানে জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের দাবি দীর্ঘ দিনের। জিটিএ-র পর গোটা রাজ্যের সঙ্গে সেই ভোট পর্বও মিটিয়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। প্রশাসনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাহাড়ের সব আঞ্চলিক দল।

Related Articles

Back to top button
error: