HighlightNewsদেশ

জিটিএ নির্বাচন স্থগিত রাখার দাবিতে অনশনে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং

টিডিএন বাংলা ডেস্ক: প্রথম থেকেই পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান না করে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে আসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। জোর করে জিটিএ নির্বাচন করার চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়ে ছিলেন তিনি। কিন্তু তাঁর সেই দাবিতে কর্নপাত না করেই জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এর প্রতিবাদে এবার প্রতিশ্রুতি মত আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলি বিমল গুরুং-এর অনশনকে তেমন গুরুত্ব দিতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার জিটিএ নির্বাচন বয়কট করলেও তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, আগামী ২৭ মে নির্বাচনি বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৬ জুন নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা আর ভোট গণনা ২৯ জুন। মুখ্যমন্ত্রীর জিটিএ নির্বাচনের ঘোষণার পর থেকেই প্রতিবাদে সরব হয়ে ছিলেন বিমল গুরুং। সম্প্রতি এই নির্বাচন স্থগিত করার অনুরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও পাঠান তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিমল গুরুং বলেন, “আমাদের দাবী পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করতে হবে। জিটিএ এর মধ্যে ৩৯৬টি মৌজা অন্তর্ভুক্ত করতে হবে। তারপর নির্বাচন করা যেতে পারে। কিন্তু এখন এটা আমরা মেনে নেব না। তাই পূর্ব ঘোষিত কর্মসূচি মেনেই আমি বুধবার থেকে অনশনে বসব।”

Related Articles

Back to top button
error: