HighlightNewsদেশ

কুতুবমিনারের পর এবার জিন্না টাওয়ারের নামবদলের দাবিতে সোচ্চার বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি কুতুবমিনারের নাম বিষ্ণু স্তম্ভ করার দাবিতে সরব হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক জিন্না টাওয়ারের নাম বদলে এপিজে আবদুল কালাম রাখার দাবিতে উত্তাল হল রাজ্যের বিজেপি সংগঠন। বিজেপির জাতীয় সচিব সুনিল দেওধর সহ অন্যান্য বিজেপি কর্মীদের প্রশ্ন,”এটা অন্ধপ্রদেশ না পাকিস্তান?”
জানা গিয়েছে, বুধবার দলের যুব শাখা বিজেওয়াইএম এ বিষয়ে একটি বৈঠক করে। এরপর ঠিক হয় জিন্না টাওয়ারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। যদিও বিজেপির এই কর্মসূচি মাঝপথে আটকে দেয় পুলিশ। এরপর অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগমোহন রেড্ডির সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা করে বিজেপি রাজ্যসভার সদস্য নরসিংহ রাও এর প্রশ্ন,”আমরা কি অন্ধ্রপ্রদেশের রয়েছি নাকি পাকিস্তানে?” এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সোমু বীররাজুও। তাঁর দাবি, জিন্না টাওয়ারের নাম পরিবর্তনের এই দাবি শুধুমাত্র বিজেপির নয়, গোটা রাজ্যের সাধারণ মানুষের। তিনি বলেন,”আমাদের দাবির বিরুদ্ধে এমন আক্রমণাত্মক পদক্ষেপ করতে পারে না রাজ্য সরকার।”
প্রসঙ্গত, অন্ধপ্রদেশের গুন্টুর জেলায় অবস্থিত জিন্না টাওয়ার একটি বিখ্যাত স্মৃতিসৌধ। গুন্টুরের মহাত্মা গান্ধী রোডে অবস্থিত জাতীয় পতাকার তিনটি রঙে রঞ্জিত এবং অশোক চক্র খচিত এই টাওয়ারটির নামকরণ নিয়ে বিতর্ক আগেও হয়েছে। ছটি পিলারের সাহায্যে গঠিত এই টাওয়ারের গঠনশৈলী দ্বাদশ শতকের মুসলিম স্থাপত্যের একটি নিদর্শন। প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী এই জিন্না টাওয়ারের রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়েও বহু অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের আর্কিওলজি বিভাগের মতে, এই টাওয়ারটিকে দ্রুত একটি সুরক্ষিত স্মৃতিসৌধের তালিকাভুক্ত করা দরকার।
উল্লেখ্য, গত কয়েক বছরে কেন্দ্রের মোদি সরকারের শাসনকালে নাম পরিবর্তন হয়েছে ইসলামী সংস্কৃতির সঙ্গে জড়িত বহু জায়গার। সেই তালিকায় রয়েছেন মুঘল সরাই স্টেশন সহ অনেকগুলি জায়গার
নাম। এবার অন্ধপ্রদেশের গুন্টুরে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নামাঙ্কিত জিন্না টাওয়ারের নাম বদলানোর দাবি তুলল বিজেপি।

Related Articles

Back to top button
error: