HighlightNewsদেশ

ওড়িশায় ভয়াবহ পথদুর্ঘটনায় বাস উল্টে মৃত বাংলার ৬ পর্যটক, শোক প্রকাশ করে সাহায্যের আশ্বাস দিলেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের মোট ৬ জন পর্যটক। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বর্তমানে ওড়িশার গঞ্জামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এই ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, হাওড়ার উদয়নারায়নপুরের সুলতানপুর থেকে ২৩ মে পর্যটকদের নিয়ে ভাইজ্যাকের উদ্দেশ্যে একটি বাস রওনা হয়। ওই বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারায় ওই বাস। কোনরকমে চালক বাসটিকে সমতলে নিয়ে আসতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় পৌঁছতেই উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি।
এই ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকার্যে নেমে পড়েন। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়নপুরের ৫ বাসিন্দা মৌসুমী দেঁড়ে, রিমা দেঁড়ে, সুপ্রিয়া দেঁড়ে, সঞ্জীব পাত্র এবং বর্ণালী মান্নার। এছাড়া মৃত্যু হয়েছে হুগলির বাসিন্দা স্বপন গুছাইতের। জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন পর্যটক।
এই ঘটনার খবর পাওয়ার পর হাওড়ার উদয়নারায়নপুর এবং হুগলিতে নেমে এসেছে শোকের ছায়া। আপাতত নিজেদের প্রিয়জনদের নিথর দেহ ফিরে পাবার অপেক্ষায় রয়েছে পরিবার। তবে, এই ঘটনার পেছনে সত্যিই বাসের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, বাস দুর্ঘটনায় বাংলার ছয় পর্যটকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে শোক প্রকাশ করে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন,”এটা জেনে দুঃখিত যে পশ্চিমবঙ্গ থেকে আমাদের ছয় সহকর্মী আহত হওয়ার কারণে মারা গেছেন, যেখানে অন্যান্যরা আজ ভোরে ওড়িশার গঞ্জাম জেলায় একটি ভাড়া করা বাসে যাওয়ার সময় হওয়া গুরুতর সড়ক দুর্ঘটনার আঘাতের সঙ্গে লড়াই করছেন।”

অপর একটি ট্যুইটে তিনি আরও লেখেন,”আমাদের প্রশাসন মৃতদের দ্রুত ময়নাতদন্ত, আহতদের চিকিৎসা এবং তাদের ফিরে আসার জন্য ওড়িশার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছে। প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল ওড়িশায় যাচ্ছে।”

একইসঙ্গে তিনি আরো লেখেন,”নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা এবং লড়াইয়ে বেঁচে যাওয়াদের জন্য সংহতি।”

Related Articles

Back to top button
error: