Highlightদেশ

‘কিছু লোক সংসদের কাজ আটকে, দেশের উন্নয়ন রুখতে চায়’, বিরোধীদের তোপ মোদির

টিডিএন বাংলা ডেস্ক : কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। একটি ওয়েবিনারে এইভাবেই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পেগাসাস ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশনকে বিরোধীরা শুরু থেকেই অচল করেছেন। এই নিয়ে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী। ‘প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার’ সুবিধাভোগীদের সঙ্গে কথা বলছিলেন মোদি। সেখানেই তিনি বলেন, কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। এঁরা যতই চেষ্টা করুক, দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া আটকাতে পারবে না। এরপর রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে মোদি বলেন দেশের হকিদল অলিম্পিক পদক জয় নিশ্চিত করে বুঝিয়ে দিয়েছে জয়ের জন্য প্রতিভা ও পরিশ্রমের প্রয়োজন, কোনও একটি পরিবারের সাহায্য নয়। তবে এখানেই থেমে থাকেননি মোদি। গত দু’বছরে ৫ আগস্ট দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। সেই প্রসঙ্গে উল্লেখ করে মোদি বলেন, দু’বছর আগে এই ৫ অগাস্টই কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হয়েছিল৷ গত বছর এই দিনেই পূন্যভূমি অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য প্রথম ইঁটটি রাখা হয়। এখন দ্রুতগতিতে রামমন্দির নির্মাণের কাজ চলছে।

Related Articles

Back to top button
error: