দেশ

বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ভোকাট্টা ৭ বিধায়ক

টিডিএন বাংলা ডেস্ক : ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় ছিলেন। অথচ তাঁদেরই ঠাঁই হল না বাসবরাজ বোম্মাইয়ের নতুন মন্ত্রিসভায়। সেই তালিকায় রয়েছেন ৭জন বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের অবশ্য দাবি, এঁদেরকে দলের স্বার্থে কাজে লাগানো হবে। ওই ৭জন বিধায়ক হলেন- জগদীশ সেত্তার, এস সুরেশ কুমার, অরবিন্দ লিম্বভালি, লক্ষ্মণ সাভাদি, সি পি যোগেস্বর, শ্রীমন্ত পাটিল এবং আর শঙ্কর।

অথচ এই ৭জন ইয়েড্ডি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। যেমন, সেত্তার ছিলেন ইয়েদুরাপ্পার ক্যাবিনেটে শিল্পমন্ত্রী। সাভাদি ছিলেন পরিবহণ মন্ত্রী, সুরেশ কুমার প্রাথমিক ও উচ্চ শিক্ষামন্ত্রী। শ্রীমন্ত পাটিল ছিলেন টেক্সটাইল মন্ত্রী, লিম্বাভালী ছিলেন বনমন্ত্রী, যোগেশ্বর ছিলেন পর্যটন ও পরিবেশ মন্ত্রী, শঙ্কর ছিলেন উদ্যান মন্ত্রী।

কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন- “কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, যাঁদের সাংগঠনিক অভিজ্ঞতা বেশি তাঁদের দলের কাজে ব্যবহার করা হবে”। অবশ্য ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে তাঁর উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল, তা মানতে নারাজ বোম্মই।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা ইয়েদুরাপ্পার পুত্র বি ওয়াই বিজয়েন্দ্র নতুন মন্ত্রীসভায় স্থান পাননি।

Related Articles

Back to top button
error: