বিজেপি সব ধরণের আলোচনাতে প্রস্তুত : রবিশঙ্কর প্রসাদ

ছবি সৌজন্যে রবিশঙ্কর প্রসাদের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাসকাণ্ড নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাপ বাড়ছে রাজধানীর। বিরোধীদের হইহট্টগোলে মুলতুবি সংসদের অধিবেশন। যার জেরে আরও চাপে কেন্দ্র। পেগাসাসের মাধ্যমে নজরদারির অভিযোগ উঠলেও তা নস্যাৎ করেছে সরকার। প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, “সংসদের অসম্মান করছে কংগ্রেস। জোর করে সংসদের কার্যক্রম চলতে দেওয়া হচ্ছে না। তবে বিজেপি সমস্ত রকম আলোচনার জন্য শুরু থেকেই তৈরি রয়েছে।”

এদিন তিনি বলেন, “বিরোধীরা যা বলছেন, তার কোনও প্রমাণ নেই। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রতিবারই এই ধরণের একাধিক চক্রান্ত করা হয়। এবারও তার পুনরাবৃত্তি হয়েছে। নজরদারি বা ফোনে আড়িপাতার কোনও প্রমাণই কেউ দিতে পারবেন না। অথথা বিষয়টা নিয়ে জলঘোলা করা হচ্ছে।”
রবিশঙ্কর বলেন, আমরা পার্লামেন্টে আলোচনার জন্য প্রস্তুত।