HighlightNewsদেশ

কোথাও দাহ করার কাঠ নেই তো কোথাও সৎকারের লোকের অভাব; দিল্লি এখন “মৃত্যু নগরী”!

টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন উত্তরোত্তর বেড়েই চলেছে তেমনই প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। হাসপাতালের বেড নেই থাকলেও অক্সিজেন নেই। নেই প্রয়োজনীয় ওষুধ, ভেন্টিলেটর। এই পরিস্থিতিতে এক মৃত্যু মিছিল শুরু হয়েছে রাজধানীতে। শহর জুড়ে ছড়িয়ে থাকা পঁচিশটি স্থায়ী শ্মশানেও জায়গা কুলোচ্ছেনা। শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অস্থায়ী শ্মশান। কোথাও পার্কিং লটে তো কোথাও ঘন জনবসতিপূর্ণ এলাকায় মাঝখানেই।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে প্রতিদিন গড়ে সাড়ে ৩০০ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে শ্মশানে উপচে পড়ছে মৃতদেহ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিল্লির সরাই কালে খান শ্মশান ভূমিতে ২২ জনের দেহ সৎকারের ব্যবস্থা থাকলেও সেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ জনের দেহ সৎকার করা হচ্ছে। তাতেও কুলোচ্ছে না। সেই সংখ্যাকে বাড়িয়ে একশোয় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই কুড়িটি অস্থায়ী প্লাটফর্ম তৈরি করা হয়েছে। আরো ৮০ টি তৈরি করা হবে। শুধু সৎকারের জায়গার অভাব হচ্ছে না অভাব হচ্ছে দাহ করার কাঠেরও। পাওয়া যাচ্ছেনা অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করানোর লোকজন।

 

 

Related Articles

Back to top button
error: