টিডিএন বাংলা ডেস্ক: গত ২৪ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় পৌঁছে গেছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাঁর স্নায়ুর সক্রিয়তা একেবারে কমে এসেছে। সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা সত্বেও শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো যাচ্ছে না। রক্তচাপ বাড়ানোর জন্য এবং সমস্ত অঙ্গকে সচল রাখতে যা যা করা হচ্ছে তাতেও খুব একটা ইতিবাচক ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলেই স্বীকার করেছেন ডাক্তারেরা। গতকাল রাতেই পুরো বিষয়টি পরিবারকে জানানো হয়। এদিন ভোরেই হাসপাতালে পৌঁছে যান সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী।