HighlightNewsবিনোদন

সংকটজনক অবস্থায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়,শেষ ২৪ ঘন্টায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি; জানিয়েছেন চিকিৎসকরা

টিডিএন বাংলা ডেস্ক: গত ২৪ ঘন্টায় শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই অবস্থার অবনতি দেখতে পাওয়া যায়। সংবাদমাধ্যমকে দেওয়া চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী বর্তমানে তিনি যে পরিস্থিতিতে রয়েছেন তাতে তাঁর মস্তিষ্কের স্নায়ু কোনভাবেই সাড়া দিচ্ছে না। এমনকি একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে না। কোন কোন চিকিৎসকদের মতে মাল্টি অর্গান ফেলিওরের পরিস্থিতি হয়েছে তাঁর। শুধু তাই নয়, ব্রেন ডেথের আশঙ্কাও করছেন চিকিৎসকেরা। গত ৫ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায় করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর, ৬ অক্টোবর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৭ অক্টোবর থেকেই তাকে স্থানান্তর করে দেয়া হয়েছিল আইটিইউতে। এরপর পাঠানো হয় ভেন্টিলেশনে। পাশাপাশি ডায়ালেসিস ও প্লাসমাফেরেসিস করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলেই রাজ্য সরকার ও স্বাস্থ্য ভবনকে জানিয়েছে চিকিৎসকরা।

Related Articles

Back to top button
error: