রাজ্য

গ্রামীণ ও দূরবর্তী এলাকার নিট পরীক্ষার্থীদের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা রাজ্য হজ কমিটির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: গ্রামীণ ও দূরবর্তী এলাকার নিট পরীক্ষার্থীদের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা করলো রাজ্য হজ কমিটি। মূলত হজ্ব হাউসেই থাকার ব্যবস্থা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে রাজ্য হজ্ব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,
যেসমস্ত নিট পরীক্ষার্থীর কলকাতা বা সন্নিহিত অঞ্চলে পরীক্ষা কেন্দ্র পড়েছে তাদের সুবিধার্থে ভিআইপি রোডে হজ টাওয়ার (কৈখালি, ভিআইপি রোড, কলকাতা-৫২) এবং পার্ক সার্কাসের হজ হাউস (২৬-বি দিলখুশা স্ট্রিট, কলকাতা-১৭) ঠিকানায় থাকার বন্দোবস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গ্রামীন বস দূরবর্তী এলাকার পরীক্ষার্থীরা কলকাতায় গিয়ে সমস্যায় পড়েছেন। অনেকেই ঘর ভাড়া বা থাকার ব্যবস্থা করতে পারছেন না। আবার অনেকে ঘর পেলেও ঘরভাড়ার টাকার অভাবে ভুগছেন। করোনা পরিস্থিতিতে ঘর ভাড়াও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে সেসমস্ত পরীক্ষার্থীরা যেন শহরে এসে নিট পরীক্ষা দেওয়ার জন্য সমস্যায় না পড়ে তাদের জন্য এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

Related Articles

Back to top button
error: