নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। সর্বত্রই মহিলাদের ওপর আক্রমন চলছে। ধর্ষণ করে খুন করা হচ্ছে। কিন্তু কোন ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে এমনই নালিশ জানালেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জমা দেন স্মারকলিপি। এসব ঘটনায় অভিযুক্তদের যাতে সাজা হয় তা দেখবার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান এই বিজেপি নেত্রী।