দিলীপ ঘোষের চা’য়ে পে চর্চা, দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: এবার চায়ের দোকান বন্ধ করে দেওয়ার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বুধবার সকালে তিনি বীরভুমের বোলপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায় পে চর্চা কর্মসূচি নিয়েছিলেন। শহরের জামবুনি বাস স্ট্যান্ড সংলগ্ন চায়ের দোকানে তার কর্মসূচি ছিল। সেখানে গিয়ে দেখেন সংশ্লিষ্ট চায়ের দোকান টি বন্ধ। কর্মীদের হাতে তৈরি চা খেয়ে কর্মসূচি করতে হলো বিজেপি রাজ্য সভাপতি কে।
” অনুব্রতর ঘরেই চা পেলেন না দিলীপ ঘোষ ” শেষে দলীয় কর্মীর হাতেই চা খেয়ে ফিরতে হলো তাকে। বীরভূম জেলার অন্যতম রাজনৈতিক নেতার নাম অনুব্রত মন্ডল। আর সেই অনুব্রত মন্ডলের গড় বা ঘর হলো বোলপুর শহর। আর সেই বোলপুর শহরেই মর্নিং ওয়ার্কে বেড়িয়ে অস্বস্তিতে পড়েন দীলিপবাবু । তিনি অভিযোগ তোলেন যেখানে যাই সেখানেই রাজ্যের শাসক দল তৃণমূল এই ধরনের ঘৃণ্য রাজনীতি করেন। প্রাতঃভ্রমণকালে ইকোপার্ক গলফ ক্লাব প্রভৃতি জায়গা রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি আমার হাওড়া তে এ ধরনের কর্মসূচি ছিল। কিন্তু সকালে বেরিয়ে দেখি সেদিন পুরো বাজার বন্ধ করে দিয়েছিল তৃণমূল। আমাদের রাজনৈতিক কর্মসূচিকে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজ করে চলেছে।