HighlightNewsরাজ্য

ধর্মঘটের শাস্তি! সরকারি কর্মচারীদের পদে বেসরকারি লোক নিয়োগের পথে সরকার

টিডিএন বাংলা ডেস্ক: পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে ধর্মঘট পালন করছেন রাজ্যের প্রায় সমস্ত দফতরের সরকারি কর্মচারীরা। রাজ্যের প্রায় ১৭ লাখ সরকারি কর্মচারী এই ধর্মঘটে শামিল হয়েছে বলে শোনা যাচ্ছে। সরকারের চরম হুঁশিয়ারি সত্ত্বেও ধর্মঘটে সামিল হওয়ায় শাস্তি হিসাবে সরকারি কর্মচারীদের পদে বেসরকারি লোক নিয়োগের পথে মহারাষ্ট্রের জোট সরকার। মহারাষ্ট্রের একনাথ শিন্ডের শিবসেনা ও বিজেপি জোট সরকার ধর্মঘটী‌ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৯টি বেসরকারি এজেন্সিকে দিয়ে ধর্মঘটী‌ সরকারি কর্মচারীদের স্থানে উপযুক্ত বেসরকারি লোক নিয়োগ করা হবে। এজেন্সিগুলিকে বলা হয়েছে, ওই বেসরকারী কর্মচারীরা চুক্তির ভিত্তিতে সরকারি দফতরে কাজ করবেন। তাদের নিয়োগ পত্র ও বেতন দেবে সংশ্লিষ্ট বেসরকারি এজেন্সি। রাজ্য সরকার এজেন্সিকে বেতনের টাকা মিটিয়ে দেবে। মহারাষ্ট্রের জোট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি।

Related Articles

Back to top button
error: