HighlightNewsরাজ্য

তৃণমূল-বিজেপির সংঘাতে থমথমে নৈহাটি, আহত অনেকেই, গ্রেফতার যুব তৃণমূল নেতা

টিডিএন বাংলা ডেস্ক: শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির সংঘাতে থমথমে নৈহাটি। এই ঘটনায় উভয় পক্ষেরই বেশ কিছু নেতা কর্মী আহত হয়েছেন। যার মধ্যে অন্তত একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেয়েই দ্রুত তৎপরতা দেখিয়ে কমপক্ষে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শাসক দল ও বিরোধী দলের এই সংঘাতের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে। এটাই প্রথম নয় ইতিপূর্বেও এই এলাকায় একাধিকবার এই ধরনের সংঘাত বেঁধেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বিজেপি কর্মী সৌমেন সরকার ওরফে নাঢু নৈহাটি নদিয়া মিলের গেস্ট হাউস সংলগ্ন স্থানে নৈহাটির পুরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে স্থানীয় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জিকে অশালীন ভাষায় গালাগালি দেন। তারপরেই তাদের মধ্যে সংঘাত বেঁধে যায়। তাদের আরও অভিযোগ, অভিজিৎয়ের বাইক ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিজিৎ চ্যাটার্জি ও তার দলবল সৌমেন সরকারের উপরে চড়াও হয়। তাকে ও অন্যান্য বিজেপি কর্মীদের উপর হামলা করে।

এই দুই দলের সংঘাতের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। খবর পেয়েই দ্রুত বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই তারা এই ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ সহ আরও একজনকে গ্রেফতার করেছে। এদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় সৌমেন সরকারকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Related Articles

Back to top button
error: