HighlightNewsরাজ্য

১০ দফা দাবিতে কলকাতার রাজপথ কাঁপালেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পার্ক সার্কাস থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করলো ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ ৬৭ দিন ধরে তারা ১০দফা দাবি নিয়ে পারকসার্কস ক্যাপাসে আনন্দলন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে আজকের এই মহামিছিলের আয়োজন করে তারা। মিছিল শুরু হয় পারকসার্কস ক্যাম্পাস থেকে এবং রানী রাসমণি পর্যন্ত গিয়ে এই মিছিল শেষ হয়। যদিও কলকাতা পুলিশ ছাত্রছাত্রীদের এই মিছিল রামলীলা ময়দানের কাছে আটকে দেয়। যার ফলে শুরু হয় পুলিশের সাথে ছাত্রছাত্রীদের বচসা।

ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা রামলীলা ময়দানের কাছেই কিছুক্ষন আন্দোলন চালিয়ে আবার পারকসার্কস ক্যাম্পাসে ফিরে আসেন। এই মিছিল থেকে তারা হুঁশিয়ারি দেয় যে ইউনিভার্সিটির সমস্যার দ্রুত সমাধান না হলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্র ছাত্রীরা। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম গুলি হল – তালতলা ক্যাম্পাসকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা, পর্যাপ্ত পরিমান হস্টেল তৈরি, সমস্ত পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা, ডব্লিউবিসিএস কোচিং অনেক পরিদর্শন মিলিয়ে ১০ দফা দাবি তোলেন ছাত্র-ছাত্রীরা।

Related Articles

Back to top button
error: