কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হল শুভেন্দুর ভাইকে, প্রভাব পড়বে অধিকারী পরিবারে?

টিডিএন বাংলা ডেস্ক: কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হল শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারীকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে সিদ্ধার্থ মাইতি। পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ এক নির্দেশিকায় বলা হয়েছে, কাঁথির বর্তমান প্রশাসনিক বোর্ড ভেঙে দেওয়া হল। তার জেরে বর্তমান প্রশাসক সৌম্যেন্দু অধিকারী আর প্রশাসক পদে থাকলেন না। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাকি সদস্যদেরও। এদিকে সৌমেন্দুকে প্রশাসক পদ থেকে সরানোর পর প্রভাব পড়বে অধিকারী পরিবারে? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।