টিডিএন বাংলা ডেস্ক: ব্রিটেনের করোনাভাইরাসের নতুন ট্রেন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতে। আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, গত কয়েকদিনে ব্রিটেন থেকে ভারতে আসা ৩৩ হাজার যাত্রীদের মধ্যে ১১৪ জন করোনা পজিটিভ ছিলেন। যাদের মধ্যে ৬ জনের শরীরে ইউকের নতুন করোনা স্ট্রেনের নমুনা পাওয়া গেছে। সংক্রমিত ওই রোগীদের আলাদাভাবে রাজ্য সরকারের হেল্থ ফেসিলিটিতে আইসোলেট করে রাখা হয়েছে।
প্রসঙ্গত ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন খুঁজে পাওয়ার পর থেকেই এর ওপরে ভ্যাকসিন এর প্রভাব কতদূর হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার বিজয় রাঘবন জানান, যে ভ্যাকসিনটি দেশে এই মুহূর্তে প্রস্তুতির শেষ পর্বে রয়েছে তা ইউকে এবং আফ্রিকায় পাওয়া গিয়ে থাকা করোনার নতুন স্ট্রেনের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম।