HighlightNewsদেশ

সংবিধানে লাভ জিহাদের কোন পরিভাষা নেই, বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জিহাদ আইনের মাধ্যমে সংবিধানের অবমাননা করছে; মন্তব্য আসাদউদ্দিন ওয়েসির

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের লাভ জিহাদের আইন নিয়ে বিল তৈরি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে উঠেছেন এআইএমআইএম সভাপতি ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। মঙ্গলবার এ প্রসঙ্গে ওয়েসি বলেন,সংবিধানে লাভ জিহাদের কোন পরিভাষা নেই, বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জিহাদ আইনের মাধ্যমে সংবিধানের অবমাননা করছে। যদি বিজেপি শাসিত রাজ্য গুলি কোন আইন বানাতে চায় তাহলে এমসিপির উপর তাদের আইন বানানো উচিত এবং রোজগারের ব্যবস্থা করা উচিত।

লাভ জিহাদ আইন প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করে আসাদুদ্দিন ওয়েসি আরো বলেন, ভারতীয় সংবিধানের ২১,১৪ এবং ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের কোনো নাগরিকের ব্যক্তিগত জীবনের সরকারের কোনো ভূমিকা নেই। বিজেপি স্পষ্টতই সংবিধানের মৌলিক অধিকারগুলির উল্লঙ্ঘন করছে।

ওয়েসি আরো বলেন, এ ধরনের আইন তৈরি করে বিজেপি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়। লাভ জিহাদ এর মানে কি? কতজন কেন্দ্রীয় মন্ত্রীও তো লাভ জিহাদের ঘটনায় শামিল রয়েছেন। এরা মানুষের ব্যক্তিগত জীবনে কেন হস্তক্ষেপ করছে? তিনি আরো বলেন এমন দিন আর দূরে নয়, যেভাবে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে দক্ষিণ আফ্রিকায় ট্রেন থেকে নিচে নামতে বাধ্য করা হয়েছিল ঠিক সেভাবেই আমাদের দেশে এমন দিন আসবে যেখানে লেখা থাকবে এখানে মুসলমানরা বসবেন না এখানে দলিতরা বসবেন না।

 

Related Articles

Back to top button
error: