অসম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে সফল কোভিড ১৯ ভ্যাকসিনের ড্রাই রান, জানাল স্বাস্থ্য মন্ত্রক

টিডিএন বাংলা ডেস্ক: অসম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে সফলভাবে সম্পন্ন হয়েছে কোভিড ১৯ ভ্যাকসিনের ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে একথা। ওই ট্যুইটে বলা হয়েছে এই চারটি রাজ্যে ২৮ ও ২৯ ডিসেম্বরের ড্রাই রান সফল হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশে কিভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব হবে তা জানতেই করা হয় এই ড্রাইরান। এই ড্রাইরান এর জন্য আগে থেকেই দেশের পূর্ব,পশ্চিম, উত্তর ও দক্ষিণের চারটি রাজ্যকে বেছে নেওয়া হয়েছিল। এই ড্রাইরানের মূল উদ্দেশ্য টিকা করন প্রক্রিয়া শুরু হওয়ার আগে সমস্ত দিনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা। একই সঙ্গে কোথাও কোনো ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখা এই ড্রাইরানের উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, টিকাকরণ পর্বে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তাও দেখা হয়েছে এই দুদিনে। একইসঙ্গে ভ্যাকসিনের সংরক্ষণের ক্ষেত্রেও নজর দেওয়া হবে।