HighlightNewsদেশ

গভীর রাতে হঠাৎ দিল্লিতে ওয়াংখেড়ে, ‘কাজে এসেছি’ দাবি এনসিবি কর্তার

টিডিএন বাংলা ডেস্ক: দিনভর চর্চার কেন্দ্র আরিয়ান খান মামলার প্রধান তদন্তকারী ডাকসাইটে অফিসার সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ খাওয়ার অভিযোগ। সেই ওয়াংখেড়ে সোমবার রাতে হঠাৎ দিল্লিতে হাজির। আচমকা রাজধানীতে আসার জন্য জল্পনা শুরু হতেই ওয়াংখেড়ের দাবি, কেউ ডেকে পাঠায় নি। কাজের জন্য দিল্লিতে এসেছেন।

প্রভাকর সেইল ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। যার জেরে এনসিবি অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত। পাশাপাশি এনডিপিএস কোর্টেও সজোরে ধাক্কা খেয়েছেন ওয়াংখেড়ে। এনসিবি- র ডেপুটি জেনারেল ডিরেক্টর জ্ঞানেশ্ব সিংকে তদন্তভার দেওয়া হয়েছে। তারপর থেকে শুরু হয় জল্পনা। তাহলে কি সমীরকে মামলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ডেপুটি জেনারেল। সংক্ষেপে জানিয়েছেন, তদন্ত সবে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ দিল্লিতে ওয়াংখেড়ে। জল্পনা শুরু হয় তাহলে কি তদন্তের জন্য এনসিবি কর্তাকে ডেকে পাঠানো হলো? তবে জল্পনা উড়িয়ে ওয়াংখেড়ে সাংবাদিকদের জানান, “আমায় কেউ ডেকে পাঠায় নি। কাজের জন্য মাসে একাধিকবার দিল্লিতে আসতে হয়।” তিনি আরও জানিয়েছেন, যেকোনও ধরনের তদন্তের জন্য প্রস্তুত। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

Related Articles

Back to top button
error: